বিশেষ প্রতিনিধি, শেখ আব্দুল্লাহ উসামা
সিলেটের গোলাপগঞ্জ নিবাসী, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব,রাজনীতিবিদ ও সমাজসেবী,❝সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ❞ পত্রিকার সম্পাদক এডভোকেট মাওলানা রশিদ আহমদ সাহেব অদ্য পূর্বাহ্ন ১১.১০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম মাওলানা রশিদ আহমদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউ পি শাখা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা শেখ আফজল হুসাইন, সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু সালেহ উসমান সহ সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ উসামা, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাঃ আনোয়ার হুসাইন, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা,প্রচার সম্পাদক হাঃ গোলাম কিবরিয়া সহ প্রমুখ।
তারা এক শোক বার্তায় বলেন, “মরহুম মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জবাসী তাদের একজন দরদী অভিবাবক হারিয়েছে, যা কভু পূরণ হওয়ার নয়।তিনি ছিলেন কওমী ঘরনার একজন আলেম,এবং একজন অত্যন্ত উদারমনা মানুষ।যিনি জীবনভর দ্বীনি খেদমত তথা মসজিদ-মাদ্রাসা,অসহায়-দুঃস্থ পীড়িতদের সাহায্য করে গেছেন”।
তারা এডভোকেট মাওলানা রশিদ আহমদ রাহ.-র ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবার ও ঘনিষ্ঠ জনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।এবং মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌসের উঁচু মাক্বাম কামনা করেন।