জাতির বার্তা ডেস্ক –   কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম ধর্মে পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে । যার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন।

প্রতিবছর ৯ জ্বিলহজ সৌদি আরবের আরাফার ময়দানে হজের খুতবা সাধারনত আরবিতে অনুষ্ঠিত হয়। গত বছরে পাঁচটি ভাষায় খুতবা প্রচারিত হলেও এবার বাংলা সহ আরো পাঁচটি ভাষায় খুতবা প্রচার করা হবে। অর্থাৎ, এবারে মোট দশটি টি ভাষায় হজের খুতবা শোনা যাবে।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের  চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন  আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন এ বছরে আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি,রুশ,হাবসি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। মহামারী প্রাণঘাতী  করোনা  ভাইরাসের কারণে প্রতিবছরের ন্যায়  হজের আনুষ্ঠানিকতা বড় পরিসরে হচ্ছে না।
৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশন এর মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক টুইট বার্তায় জানানো হয়, স্বাস্থ্য বিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে।