এবার বিজেপি ছাড়তে মরিয়া তারা

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নেতাকর্মীরা দলে দলে বিজেপিতে যোগ দেওয়ায় বেশ বিপাকেই পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। শেষ পর্যন্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ভোটে প্রত্যাশার চেয়েও ভালো করেছে দলটি। বিধানসভার ২৯২টি আসনের মধ্যে ২১৩টি পেয়ে রাজ্যটিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল। আর বিজেপি পেয়েছে ৭৭টি আসন।

এরপরেই স্রোত উল্টো বইতে শুরু করেছে। বিজেপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা এখন তৃণমূলে ফিরে আসতে মরিয়া। গত মার্চে বিজেপিতে যোগ দেন সাবেক পার্লামেন্ট সদস্য সোনালী গুহা। তিনি তার সাবেক দলে ফিরে আসতে হাঁসফাঁস করছেন। আর ফুটবল খেলোয়াড় থেকে রাজনীতিবিদ হওয়া দীপেন্দু বিশ্বাস মমতাকে লিখেছেন, ‘আমি আবারও তৃণমূলের পতাকা হাতে নিতে চাই।’

এভাবে সরলা মুর্মু, অমল আচার্য্যসহ অনেকেই মমতার কাছে ফিরে আসতে বেপরোয়া। এমনকি নির্বাচনের সপ্তাহখানেক আগে বিজেপিতে যোগ দেওয়া রাজিব ব্যানার্জির মতো তৃণমূলের সাবেক মন্ত্রীও ফিরে আসার কথা ভাবছেন।

দলটির মুখপাত্র কুনাল ঘোষ বলেন, কেবল নেতারাই না; বিজেপির বেশ কয়েকজন এমপিও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।