বিশেষ প্রতিনিধিঃ এলজিইডি আওতায় বিভিন্ন প্রকল্পের ৩৭৯৭ জনের চাকুরি নিয়মিত করনের দাবিতে প্রতিষ্ঠানের এলজিইডি সদর দপ্তরে অবস্থান নিয়েছে কর্মিরা। হাইকোর্টের ও সুপ্রিমকোর্ট রায় প্রাপ্ত ৫৭২৬ জন। জানা যায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যারা রায় পেয়েছেন তারা এখনো খুব কষ্টে জিবনযাপন করছে। রায় প্রাপ্ত ভুক্তভোগী “মোঃ বাদশা ” তিনি সুনামগঞ্জ উপজেলা প্রায় ১০ বছর কাজ করছেন। প্রকল্প C B R M P .LGD উপজেলা অফিস। তার সাথে কথা বলে জানা যায়, তিনি হাইকোর্ট মামলায় রায় পান ২০১১ সাল,মামলা নম্বর ৯৭৬১। তিনি বর্তমানে বেকার ও খুব কষ্টে জিবনযাপন করতেছেন। সরকারের কাছে অনুরোধ করছেন এলজিইডি সকল কর্মচারি কে পুনরায় নিয়োগ দিয়ে সাহায্যে করবেন।