গাজীপুর প্রতিনিধি : রাজধানী মিরপুর ও গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসিআই কোম্পানীকে নিম্নমানের স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার তৈরী এবং বাজারজাত করার দায়ে ০১ কোটি টাকা জরিমানা করেছে র‌্যাব । এসময় ২০ হাজার পিচ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয় ।এছাড়াও আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিষাক্ত মিথানল মিশ্রিত এসিআই হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সিআই কোম্পানীর রাজধানীর মিরপুর এবং গাজীপুর ডিপোতে রক্ষিত এসিআই স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথালন পাওয়ায় এবং বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪, ৫২ এবং ৫৩ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে এক কোটি টাকা জরিমানা টাকা জরিমানা করা হয় এবং এসিআই ডিপোতে রক্ষিত প্রায় ২০ হাজার পিচ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়। এছাড়াও আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিষাক্ত মিথানল মিশ্রিত এসিআই হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত ৪ অক্টোবর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের অধিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এসিআই কোম্পানীর গাজীপুর কারখানায় উৎপাদিত এসিআইর স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথালন পাওয়ায় জরিমানাসহ কারখানাটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয় । ওই কারখানার স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজার কেমিষ্ট দ্বারা পরীক্ষা করে সত্যতা পাওয়া গেলেও তা অধিক পরীক্ষার জন্য ঢাকায় ০৩টি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় এবং চূড়ান্ত কেমিষ্ট রির্পোটে এসিআই স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথালন এর উপস্থিতি পাওয়া যায়। যার প্রেক্ষিতে আজ র‌্যাব-১ রাজধানীর মিরপুর এবং গাজীপুর অবস্থিত এসিআই ডিপোতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেও এসিআই স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথালন পাওয়ায় এবং বাজারজাত করার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে এক কোটি টাকা জরিমানাসহ বিষাক্ত মিথালন দ্বারা তৈরী এমন ২০ হাজার পিচ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। এদিকে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারের গায়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি লেখা থাকলেও তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কোন উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে জীবাণুনাশক হিসেবে মানুষ যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তাতে জীবাণুমুক্ত হওয়া দূরের কথা এতে মানুষের শরীরে নানাবিধ ক্ষতি হয়। আর দেশে মিথালন ব্যবহারও সরকারি ভাবে নিষিদ্ধ। কিন্তু এসিআইয়ের কারখানায় বিষাক্ত মিথালন দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছিল।