নিজস্ব প্রতিবেদকঃ
দেশের পঞ্চম শ্রেনীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অবশেষে না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অাজ মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের জানান যে, প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা করোনা কালীন সার্বিক পরিস্থিতি এবং কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষার দিকে দৃষ্টি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না নেয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।তবে, ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ১৯ অগাষ্ট কেন্দ্রীয়ভাবে পিইসি এবং ইবতেদায়ী পরীক্ষা না নেয়ার প্রস্তাব করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই প্রস্তাবনাতেই অাজ অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।