বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন হবার হুংকার দিয়ে উঠে। আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় এটাই ছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার একমাত্র হাতিয়ার।
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর অগ্নিঝরা ভাষণে এই বাঙালির বুকে স্বাধীনতার চেতনা জেগে ওঠে। যার ডাকে সাড়া দিয়ে আজ আমরা স্বাধীন। যারা স্বাধীনতার ঘোর বিরোধিতা করেছে আজ তারাই বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। তারা জাতির শত্রু, তারা এই দেশ কে কখনই ভালোবাসিনি।
৭ ই মার্চ উপলক্ষে বরিশাল এয়ারপোর্ট থানার উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান গতকাল সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে (ছয় মাইল) গরিয়ারপার সংলগ্ন এয়ারপোর্ট থানার নতুন ভবনে এই ৭ই মার্চের অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ( ওসি) জাহিদ বিন আলমের সভাপতিত্বে, এস আই আসাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন,(এডিসি) রুনালায়লা, জনাবা নাসরিন জাহান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, জনাব রবিউল ইসলাম শামীম সহকারী পুলিশ কমিশনার বরিশাল, এয়ারপোর্ট থানার ওসি তদন্ত অফিসার জনাব ফয়সাল আহমেদ, জনাবা ফাতেমা রোজী সহকারি কমিউনিটি পুলিশিং ফোরাম এয়ারপোর্ট থানা বরিশাল, জনাব ইকবাল আহমেদ আজাদ বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব জয়নাল আবেদীন হাওলাদার চেয়ারম্যান মাধবপাশা ইউনিয়ন, জনাব আব্দুর রব হাওলাদার বীর মুক্তিযোদ্ধা। বিমানবন্দর প্রেস ক্লাব সম্পাদক মিয়া রোকন, বিমানবন্দর প্রেসক্লাবে সিনিয়র সদস্য মোঃ রায়হান নেগাবান ও সিনিয়র সদস্য রেজাউল করিম খান, জানাবা রেহানা বেগম সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রায়পাশা কডাপুর ইউনিয়ন, জনাব মাহবুবুর রহমান সাবেক ইউপি সদস্য মাধবপাশা ইউনিয়ন, জনাব মানিক তালুকদার ইউপি সদস্য।
অনুষ্ঠান সহযোগিতায় এসআই জালাল, এস আই রায়হান, এস আই মুস্তাফিজ, এস আই আতিক, এসআই রাজিব, এস আই জসিম, এসআই জব্বার, এসআই রাজ্জাক, প্রমুখ