বিশেষ প্রতিনিধিঃ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, দুটি পাতা একটি কুড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন কাকেশ্বরী নদীর গা ঘেসে অবস্থিত দারুল উলুম দেওবন্দের নকশকদমে পরিচালিত দ্বীনি বিদ্যাপীঠ শায়খে ফুলবাড়ী শায়খে শেরপুরী খলিফায়ে মাদানী শায়খে রায়গড়ী রাহঃ সহ বহু বুযুর্গদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার খতমে দরসে বোখারী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ ১৩ মার্চ শনিবার বাদ যুহর ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় চলতি ১৪৪১-৪২ হিজরী শিক্ষাবর্ষের খতমে বোখারী ও দোয়া মাহফিল।
উক্ত মুবারক মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যবাহি জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার সুনামধন্য শায়খুল হাদীস ও মুহতামিম, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর দাঃবাঃ।তিনি সহিহ বোখারী শরিফের সর্বশেষ হাদীসের সবক প্রদান করেন। সবক শেষে দেশ জাতি মিল্লাত ও এলাকার জিন্দা মুর্দা, অসুস্থদের জন্য সুস্থতা ও প্রবাসীদের জন্য এবং মাদরাসার উন্নতি কামনায় মুনাজাত করেন।
এর আগে সকালে মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে চলতি শিক্ষাবর্ষের দাওরা ও হিফজ ফারেগীন ছাত্রদের কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সিনিয়র মুহাদ্দিস এবং ছাত্র সংসদের সভাপতি মাওঃ খায়রুল আমীন দাঃবাঃ। উক্ত অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক নসিহত প্রদান করেন মাদরাসার দীর্ঘ দিনের সুনামধন্য শায়খুল হাদীস ও নায়েবে মুহতামিম মাওঃ মুঈনুল ইসলাম খান দাঃবাঃ সহ সিনিয়র আসাতিজায়ে কেরাম। নসিহত শেষে বিদায়ী কাফেলার ছাত্রদের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন জামেয়ার উস্তাদবৃন্দ। এতে জামেয়ার সর্ববিভাগের আসাতিজায়ে কেরাম ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সহ এলাকার মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন।