বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম জেলা): ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনটালটেশন সেন্টার এর উদ্যোগে বাঁশখালী রুরাল মেডিকেল প্রেকটিশনার ( ওয়েল ফেয়ার) সোসাইটি’র উপস্থিত (৩০০) জন জেনারেল ফিজিশিয়ানদের নিয়ে গতকাল ৯ মার্চ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় মতবিনিময় সভা ও মধ্যাহৃভোজের আয়োজন করা হয়েছে। এস. কে.বি কনভেনশন সেন্টার, বাঁশখালী চেচুরিয়াতে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবধিকার কর্মি ও সমাজসেবক বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব মুনির উদ্দিন চৌধুরী চিকিৎসক ও Family Planning Inspector। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট আবু নাছের ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডা. শাহেদুল আবেদিন রাসেল সভাপতি উঃ শাখা, ডা. হেলাল উদ্দিন (শাওন) সিনিয়র সহ-সভাপতি , ডা. এস এন রাসেল সাধারণ সম্পাদক, ডা. টিটু ধর সাধারণ সম্পাদক উঃ শাখা, ডা.আব্দু রহিম উপদেষ্টা ডা. মোঃ আমিন উপদেষ্টা, ডা.সমিরন গুহ উপদেষ্টা,ডা. কাজী মোঃ কলিম উদ্দিন আরো বক্তব্য রাখেন ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার চট্টগ্রামের এস,এম তৌহিদুর রহমান ও জনাব আতাউর রহমান। সভায় সনচালনায় ছিলেন তৈয়ব- উর- রহমান। উক্ত সভার সভাপতি ডা. মনির উদ্দিন চৌধুরী সাহেব তাঁর সমাপনী বক্তব্য এইচ জি বোন এর উক্তি দিয়ে বলেন, “প্রকৃত,সময়,ধৈর্য্য এই তিনটি হলে সে সবচেয়ে বড় ডাক্তার এবং ঔষধের ক্ষতিকর দিক সম্পর্কে যে বেশি জানে সে সবচেয়ে বড় ডাক্তার” আরো বলেন “অনঅভিজ্ঞ চিকিৎসক এবং বৃদ্ধ নাপিত” হতে সাবধান থাকার পরামর্শ দিয়ে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সভারকার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। মত বিনিময় সভায় সংবাদাতা হিসেবে উপস্থিত ছিলেন শাহ মুহাম্মদ শফিউল্লাহ, মুহাং আব্দুল জব্বার, ডা. জসিম তালুকদার ও মিজান বিন তাহের।