কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় মাহতাব উদ্দিন মাতু (৫৫)নামে একটি মৎস্য খামারের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। নিহত মাহতাব উদ্দিন মাতু (৫৫) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পুরুড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এম এ জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটা মৎস্য খামারের নৈশপ্রহরী ছিলেন মাহতাব উদ্দিন মাতু। গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে, প্রাথমিক অবস্থায় জানা যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
Attachments area