কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন,  অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ -২ ( কটিয়াদী – পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, স্বাস্থ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. মুক্তাদির ভুইয়া, কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আইরিন আল নাসের, এম ও ডিসি ডা. শোয়েব খান  সহ বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অত্র কমপ্লেক্সের সকল কর্মকর্তা এবং কর্মচারী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম কোভিড-১৯ টিকা গ্রহন করেন স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন।
পর্যায়ক্রমে কোভিড-১৯ টিকা গ্রহন করেন কটিয়াদী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদিন, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন আলী আকবর, চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খোকন, এডভোকেট সেলিম উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তর এর সাবেক উপ পরিচালক ডা. জহুর লাল সাহা, ডা. স্নেহেংসু মহন রায়, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল আমিন বিজয় সহ অত্র কমপ্লেক্সের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।
প্রতিদিন সকাল ৮ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে।