কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছাঃ স্মৃতি আক্তার (২০) নামে  এক গৃহবধু নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বশুর মোটর সাইকেল চালক কুতুব উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় এই মর্মান্তিক  দূর্ঘটনাটি ঘটেছে।
এ দূর্ঘটনায় নিহত মোছাঃ স্মৃতি আক্তারের একটি ছেলে সন্তান আছে । তিনি বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।
জানা যায়, রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুর কুতুব উদ্দিন তার পুত্রবধূ মোছাঃ স্মৃতি আক্তারকে নিয়ে মোটর সাইকেলে করে বিলপাড় গজারিয়া থেকে পুত্রবধু মোছাঃ স্মৃতি আক্তারে বাবার বাড়িতে বেড়াতে  কটিয়াদীতে যাচ্ছিলেন। যত্রা পথে চরিয়াকোনা এলাকায় পৌছালে পেছন থেকে আসা একটি ট্রাক লাইসেন্স নং (ঢাকা মেট্রো-ন-১৩-০১৫৪)  নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোছাঃ স্মৃতি আক্তার মারা যায়। এবং গুরুতর আহত হন মোটর সাইকেল চালক শ্বশুর কুতুব উদ্দিন।
গুরুতর আহত মোটর সাইকেল চালক কুতুব উদ্দিনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
কটিয়াদী হাইওয়ে থানার  ইনচার্জ মোঃ আব্দুস ছোবহান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে , ঘাতকের ট্রাক ও মোটর সাইকেল আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাকচালক পালিয়ে গেছে, ট্রাকচালক ঘাতককে আটক করতে পারেনি পুলিশ।