কিশোরগঞ্জ প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ এই স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পলিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদের গেইট থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উক্ত আলোচনা সভায় দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, আলোর ভুবন পাঠাগারের সভাপতি কবি আব্দুল্লাহ আল মামুন, গ্রন্থাগার সংগঠক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, রক্তদান সমিতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, দীপশিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার অর্থ সম্পাদক সাকিবুল হাসান সোহাগ।
আলোচমনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিএইচসিপি অ্যাসোশিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন, নারীনেত্রী লুৎফা আক্তার, সংস্কৃতিকর্মী রায়হান আহমেদ, ছাত্রনেতা সঞ্জয় রায় তপু, মোশাররফ হোসেন, নন্দন বিশ্বাস, রাহাত সাদ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, একেএম মুশফিকুর রহমান রবিন, অলি উল্লাহ শামীম, আহসান হাবীব, আরিফুল ইসলাম আকাশ, রবিউল ইসলাম সানি, হাসানুর রহমান সাকিন, আহসানুর রহমান আবির প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘যুব সমাজের নৈতিক অবক্ষয়সহ প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ধরণের অপরাধ প্রবণতা রোধে বই এবং গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদের সকলের উচিৎ নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগারমুখী হওয়া।