কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে পাঁচটি প্যাথলজি ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিক গুলি মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে চলছিল। এমনকি প্যাথলজি পরীক্ষার জন্য নেয়া হয় অতিরিক্ত ফি। অথচ নেই কোন রেজিস্ট্রার, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র এবং নেই প্রত্যাশিত সেবাও।
এরই পরিরক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার পাঁচটি প্যাথলজি ক্লিনিকে অভিযান পরিচালনা করে, মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আাদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জরিমানা আদায়কৃত ক্লিনিক গুলো হলো, কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, মডেল হেলথ কেয়ারকে ২০ হাজার টাকা, শারমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, কটিয়াদী ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং মাতৃছায়া ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিপন দেবনাথ এবং কটিয়াদী পৌর স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।