কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরীর ও জালালপুর এই দুই ইউনিয়নের সংযোগ স্থাপনকারী এই ব্রিজটির বেহাল অবস্থা হয়ে পড়েছে। ব্রীজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। লোহাজুরীর ও জালালপুর এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন এ ব্রিজ দিয়ে পারাপার হয়ে থাকে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, সিএনজি, অটোরিক্সা নিয়ে পারাপার করতে গিয়ে দূর্ঘটনার আশংকা করছে এই এলাকার লোকজন।
বিজ্রটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রিজের এমন দূরাবস্থা নিয়ে পত্রিকাতে লেখা লেখি হলেও কতৃপক্ষের কোন নজরে পরেনি। দেখার কেও না থাকায় বহুদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরে আছে এই ব্রীজটি।
স্হানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে তৈয়ারিকৃত ব্রিজটির উপর দিয়ে কটিয়াদি উপজেলার লোহাজুরীর ও জালালপুর এই দুই অঞ্চলের হাজার হাজার মানুষ সহ বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিনই চলাচল করে থাকে। ব্রীজের মাঝখানে অনেকটা জায়গা ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে যাতায়াত ব্যাবস্থা। প্রতিদিনই এ-ই রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে। ব্রিজটির মাঝখানে ভেঙে যাওয়ায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইজিবাইক, সিএনজি, অটোরিক্সা পারাপার করতে পারলেও বড় ধরনের কোন মালবাহী গাড়ি এবং রোগীর গাড়ি চলাচল করা সম্ভব না হওয়ায় এই এলাকার মানুষদেরকে চরম দোর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় এই ব্রিজটির দ্রুত মেরামত করা না হলে, যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা হবার সম্ভাবনা আছে।
এলাকাবাসী এই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানান।