কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার সময়  আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের রবি মিয়ার ছেলে।
কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিলএ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বানিয়াগ্রাম বাজার থেকে শিশু আব্দুল্লাহ মায়ের হাত ধরে রাস্তা পারাপারের জন্য দাড়িয়ে থাকে। এমন সময় আব্দুল্লাহ ও তার মা রাস্তা পার হতে গেলে কটিয়াদী থেকে আসা একটি দ্রুতগামী যাতায়াত বাস আব্দুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ’র মৃত্যু হয়।
এদিকে এ-ই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুইটি যাতাযাত বাস ভাংচুর করে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন এবং নিহতের লাশ কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়।