কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালের ৫শ বছরের ঐতিহ্যবাহী ঈশাখাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতি বিজরিত গোপীনাথ মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(৪ মার্চ) রাতে ঐতিহ্যবাহী ঈশাখাঁ ও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতি বিজরিত গোপীনাথ মন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে।
মন্দির সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে এক ফুট উচ্চ ১টি ও ছোট ১ টি পিতলের শ্রী গোপাল মুর্তিসহ স্বর্নের ১টি চুড়া, ১টি চেইন, ১টি বাঁশি চুরি করে নিয়ে যায়, যার ওজন প্রায় দেড় ভরি। তাছাড়া গোপীনাথ মূর্তির একটি রূপার বাঁশিও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা সহ আশেপাশের জেলার হিন্দু সম্প্রদায় মানুষদের কাছে অত্যন্ত বিশ্বাসের এই মন্দির। অথচ সেই মন্দিরে হানা দিল দুষ্কৃতকারীরা। মন্দিরে চুরির ঘটনায় হ্মুদ্ধ এলাকার সাধারণ মানুষ।
এ ব্যাপারে মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা শুক্রবার (৫ মার্চ) কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রী এজাহার দাখিল করেছে।
কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।