কিশোরগঞ্জ প্রতিনিধি : তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি দেশের ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । এর মধ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভা ও রয়েছে।
কটিয়াদী পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ই জানুয়ারি।
সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মোঃ আলমগীর এই তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মোঃ আলমগীর তফসিল ঘোষণা করে সাংবাদ মাধ্যমকে জানান, নির্দিষ্ট তারিখ ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
ইসির ঘোষণা অনুযায়ী, কটিয়াদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে দ্বীতৃয় ধাপে কিশোরগঞ্জের দুটি পৌরসভার তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। পৌরসভা দুটি হলো কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভা। ২৬ শেষ জানুয়ারী এই দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।