কনকনে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে আসছেন ভোটাররা।

মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ৫ম ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে আসছেন ভোটাররা। বিশেষ করে কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩০টি ভোট কেন্দ্রের মাধ্যমে তিন লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।