কবি ও শিশুসাহিত্যিক
তরণী কান্ত সুমন- এর কবিতা
“ম ধু ল তা ”
ম ধু ল তা
তরণী কান্ত সুমন
মধুলতা। অাজো তোমাকে মনে পড়ে-
একটি ফুল গুজে দেওয়া,
তোমার চুলের মহুয়ায় ছুটে চলা
অবিরাম তৃষ্ণায় মধুবসন্তের অাহ্বানে।
যেখানে তোমাকে নিয়ে শুরু হয়েছিলো মাখামাখি, উর্বর জমিন খননে পাওয়া নিঙ্গড়ে সুখগুলো।
মধুলতা। অাজো তোমাকে মনে পড়ে-
সন্ধ্যার ঝিঝি শব্দের অাঁড়ালে
ঝাপ্টে ধরা শিহরণে, উষ্ণতায় তন্দ্রাহীন উন্মাদ ।
যেখানে তোমাকে রচিত হয়েছিলো, একটি কুঁড়ির অাত্ন দংশনে ক্ষরনের তৃপ্ততা ।
মধুলতা। অাজো তোমাকে মনে পড়ে –
ভালোবাসার পূর্ন গ্রাসি গোধূলি লগ্নে,
খুব কাছাকাছি অালিঙগনের সীমানায়
তারকাটা বেধে মধু বসন্তে খুজে পাওয়া পিপাসাক্ত সুখ।
যেখানে তোমাকে হারানোর শেষ মধুলতা লেপ্টে ছিলো যৌবনের উর্বরতা।