কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের করিমগঞ্জে লিজন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় উপজেলার কিশোরগঞ্জ-মরিচখালী রোডের গুনধর বাজারে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে এলাকাবাসী ও নিহত লিজনের স্বজনেরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পাঁচ দিনেও লিজন হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর রাতে মোবাইল ফোনে লিজনকে বাড়ি থেকে ডেকে নেয়ার পর নিখোঁজ হন লিজন। পরদিন শুক্রবার পাশ্ববর্তী জয়কা ইউনিয়নের পানাহার গ্রামের মাদলের ব্রীজের নীচে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী সেখান থেকে লিজনের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান পুলিশ ও এলাকাবাসী।
নিহত লিজন (২৮) করিমগঞ্জ  উপজেলার গুনধর ইউনিয়নের কাদিম মাইজহাটি গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে। তিনি রাজধানীর একটি জুতার কারখানার কাজ করতেন। ঘটনার আগের দিন সকালে ঢাকা থেকে বাড়ীতে এসেছিলেন লিজন।