বিনোদন বার্তা –
 সারা বিশ্বে এখন চলছে করোনাভাইরাস মহামারী। প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে অনেক জীবন। অনেকেই হাসপাতালের বেডে শুয়ে আছেন। সারা বিশ্বের পরিস্থিতি এখন অস্বাভাবিক। কিন্তু গ্রামের চিত্র একেবারেই ভিন্ন, দেখে মনে হচ্ছে যেন সবাই স্বাভাবিক জীবন যাপন করছে। গ্রাম থেকে যারা ঢাকায়  গিয়েছিলেন করোনা ভাইরাসের কারণে  জীবনের নিরাপত্তার কথা ভেবে অনেকে গ্রামে চলে এসেছেন।  এরকম এক পরিস্থিতিতে অনেকেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই সময়টাতে বিয়ে হলে নাকি কম খরচেই হয়ে যাচ্ছে, এরকমই মন্তব্য করছেন অনেকে। যদিও এসব বিয়ের অনুষ্ঠান খুব ছোট পরিসরে হলেও তাদের মধ্যে নেই কোন সামাজিক দূরত্ব, অনেকের মুখে নেই মাস্ক। এসব নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে নেই কোন প্রশাসনের দৃষ্টি। তবে কেউ কেউ দাবি করেছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এরকম বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে । বিয়ের কনে/বর  অভিযোগ করছেন তাদের কোন মতামতকেই মূল্য দিচ্ছেন না পরিবার। অভিভাবকদের মাঝে সামাজিক সচেতনতার অভাবের কারণে এমন ঘটনার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকের স্বপ্নই যেন থেমে যাচ্ছে এই লক ডাউনের মাঝে। করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার হলেও তা  কবে  পাওয়া যাবে ? এরকম প্রশ্ন থাকলেও যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন অপেক্ষা করতেই হচ্ছে ।
সবার মধ্যে এখন প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি। আর এই কাজটি করতে হলে সমাজের শিক্ষিত লোকদের এগিয়ে আসতে হবে। বৃদ্ধি হোক সচেতনতা, দূর হোক করোনা। খুব শীঘ্রই যেন এই  পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে এমনটি প্রত্যাশা সবার।