গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউজে অক্সফোর্ডের ৫০ লাখ ভ্যাকসিনের(টিকা) প্রথম চালান এসে পৌঁছেছে। দুপুর একটার দিকে পুলিশ প্রহরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্যাকসিনের(টিকা) এ চালান বেক্সিমকোর বিশেষায়িত ভ্যানে করে ওয়ারহাউজে নিয়ে আসা হয়।
বেক্সিমকো কর্তৃপক্ষ জানায়, সকাল ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের(টিকা) প্রথম চালান এসে পৌঁছে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বিশেষায়িত ভ্যানে করে ভ্যাকসিন গুলো(টিকা) পুলিশ প্রহরায় টঙ্গী চেরাগ আলী এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মার ওয়ারহাউজের উদ্দেশ্যে রওনা দেয়।
পরে দুপুর একটার দিকে ভ্যাকসিন (টিকা) বহনকারী ৯টি বিশেষায়িত ভ্যান ওয়ারহাউজে এসে পৌঁছে। পরে সেখান থেকে ভ্যাকসিনগুলো সংরক্ষণের জন্য বেক্সিমকো ফার্মার ভেতরের নেওয়া হয়।