নিজস্ব প্রতিবেদকঃ করোনার প্রকোপ এখনো কাটে নি। জীবন জীবিকার প্রশ্নে তাই মানুষ করোনার ঝুঁকি সঙ্গি করেই নেমে পরছে মাঠে ময়দানে। দেশের উন্নত স্থানগুলোতে যেমন দেখা যাচ্ছে মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজ হওয়ার প্রবণতা। ঠিক তেমনি অধিকাংশ স্থানগুলোতে সচেতনতার লেশ মাত্র নেই। করোনায় প্রতিদিন যেমন মানুষদের হৃদয়বিদারক চিরবিদায় নিতে হচ্ছে ঠিক তেমনি অনেক মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহে সুস্থতা লাভ করছেন। কিন্তু, এখন এইসকল সুস্থ মানুষদের নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠা মানুষরা ভুগছেন নানাবিধ শারীরিক অক্ষমতায়। হাত পা ব্যাথা, মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, ক্ষুধামন্দা, ঘুম না হওয়া ইত্যাদি রোগে। করোনায় অাক্রান্ত হওয়ার পূর্বে যারা স্ট্রোকের রোগী ছিলেন না তারা এখন করোনা থেকে সুস্থ হয়ে এই রোগের লক্ষণ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এছাড়া করোনা অাক্রান্তের পূর্বে যারা হার্ট, কিডনী বা লিভারের রোগী ছিলেন তারা সুস্থ হয়েও নতুন করে অসুস্থতার মধ্যে পরছেন। চিকিৎসকরা এই পরিস্থিতিতে ভারী চ্যালেন্জের মুখে পরেছেন। তারা রোগীদের ভয় না পেয়ে এবং হতাশায় না ভুগে সচেতনভাবে জীবন যাপনের নির্দেশ দিচ্ছেন। নিয়মিত শরীর চর্চা, পরিমাণ মতো অাহার গ্রহণ করা, সময়মতো ঘুমানো এবং অানন্দপূর্ণ সময় কাটানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।।