মহামারি
অনুর দ্বীপ কুমার বিপুল চন্দ্র রায়
করোনার কবলে পড়েছি গো ঢলে,
   মিত্যুর যাতনায় কাঁটছে জীবন
               অতি অনাদরে।
চাই প্রতিকার কার কাছে আর,
        কাকেই বা সব বলি ?
বিপদের পাশে ছিল যারা মোর কাছে,
        তাঁরাও এখন পড় হয়ে যায়
                  করোনার ডরে।
তালা ঝুলানো ঘড়ের দ্বারে,
           বন্দিদশায় অশ্রু ঝরে।
আপন-জনেরা উঠান জুরে,
         চাহিয়া থাকে নীরবাগ নয়নে।
বিষন্ন হৃদয় অমলিন কন্ঠে,
       নিথর শরীর লুটাইয়া পড়ে
                 শ্বাসরুদ্ধ হয়ে।
ঘনিয়া আসে মিত্যুর কাল,
       নয় যে আর দেরি।
সবার কাছে বিদায় নিলাম,
     আজ আমার ছুটি…..