কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ সাম্প্রতিক দেশজুড়ে করোনা সংক্রমণ হার ও মৃত্যুর হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এজন্য কক্সবাজার জেলায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা পূর্বক করণীয় নির্ধারণে কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনার উল্লেখযোগ্য বিষয়/সিদ্ধান্ত হচ্ছে।

১) মাস্ক ব্যতীত সেবা নয় (No Mask, No Service)” : কার্যক্রম জোরদার করা হবে।
জনসাধারণকে ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বিশেষত সমুদ্র সৈকত, হোটেল-রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য স্থান এবং হাট-বাজার ও জনাকীর্ণ অন্যান্য স্থানসমূহে সঠিক নিয়মে মাস্ক পরিধানের ব্যাপারে নজরদারি চলমান থাকবে। উল্লেখ্য, টিকা গ্রহণকারীদেরকেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
২) করোনা সংক্রমণ প্রতিরোধে যত্রতত্র মাস্ক ফেলা যাবে না।
৩) সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনীয় জনসমাগম পরিহার করতে হবে।
৪) কেউ অসুস্থ হলে সে অবশ্যই সুস্থ না হওয়া পর্যন্ত ঘরে অবস্থান করবেন।
৫) স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ-ট্যুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্যদের অভিযান ও কার্যক্রম চলমান থাকবে।
৬) জেলার মসজিদ, মন্দির, প্যাগোডা, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করতে হবে এবং করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে স্ব স্ব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করবে।
৭) হাসপাতাল ও ক্লিনিকসমূহ করোনা চিকিৎসার জন্য সার্বক্ষণিক পূর্ণ প্রস্তুতি রাখবে।

এছাড়া, স্বাস্থ্যবিধি সংক্রান্ত আরও নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।