কাপ্তাই প্রতিনিধি(রাঙ্গামাটি)পার্বত্য সন্ত্রাসীদের বড় অংকের চাঁদা দাবীর প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা ব্যবসায়ী সমিতি তা পরিশোধে অস্বীকৃতি প্রকাশ করে এবং এক পর্যাায়ে গত ২৭ আগষ্ট ২০২০ মৎস্য আহরণ বন্ধ করে দেয়। ব্যবসায়ী সমিতি মারফত বি এফ ডি সি কর্তৃপক্ষ এবং স্থœানীয় প্রশাসন বিষয়টি অবগত হওয়ার প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করেন। এ তথ্যটি নিশ্চিত করেন লেঃ কমান্ডার জনাব তৌহিদুল ইসলাম (নৌবাহিনী),ব্যবন্থাপক, বি এফ ডি সি,রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অবশেষে শুক্রবার (২৮ আগষ্ট) ২০২০ ইং সকাল থেকেই জেলেরা কাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরা শুরু করেন। যার ফলে এ পেশায় সংশ্লিষ্ট সকলের মাঝেই স্বস্থি ফিরে আসে।