নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় গত রোববার (৭ মার্চ) আনুমানিক ৬০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ অসুস্থ অবস্থায় এসেছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। চিকিৎসা চলছিল ঐ হাসপাতালেই। এদিকে তার পরিবারের স্বজনদের খোঁজ পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি পোস্ট করা হয়েছিল, কিন্তু স্বজনদের কোন খোঁজ পওয়া যায়নি। এর পর সেই বৃদ্ধ থেকে গেল অজ্ঞাতনামায়। শনিবার (১৩ মার্চ) কলমাকান্দা হাসপাতালে তার মৃত্যু ঘটে। অজ্ঞাতনামা বলেই আইনগত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। আর দাফনের সকল ব্যবস্থা করছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।