গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশ এলাকার কাশবন ও দোকানে অভিযান চালিয়ে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার চারশ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণআদালতটি পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
(ইউএনও)মোসা. ইসমত আরা জানান, ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাপাসিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অভিযান পরিচালনা করা হয়। পরে আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতেরর মাধ্যমে ১৫ কিশোরকে ৯ হাজার চারশ’ টাকা জরিমানা এবং কিশোরীদের অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে। তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে।