কাপ্তাই প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ “উপজেলা শিল্পকলা একাডেমী,কাপ্তাই”এর আয়োজনে অদ্য ০৩/১০/২০২০ইং রোজ শনিবার বিকাল ৫ টায়  “কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন”এ শুরু হয় “মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা”।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সম্মানিত সভাপতি এবং উপজেলা নির্বাহী র্কম্কর্তা মুনতাসির জাহান মহোদয়ও তাঁর পরম শ্রদ্ধেয় পিতামাতা এবং পরিবার,আরো উপস্থিত ছিলেন বাবু ডাঃ প্রবীর খিয়াং,পরিচালক,চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল; বাবু অংসুইছাইন চৌধুরী,সভাপতি,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ; বাবু ঝুলন দত্ত,সাধারন সম্পাদক,উপজেলা শিল্পকলা একাডেমী ও কাপ্তাই প্রেস ক্লাব এবং উপজেলা শিল্পকলা একাডেমীর অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ। 

অনুষ্ঠানের ১ম পর্বে অথিতিদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য-সদস্যাবৃন্দ

অনুষ্ঠানের ২য় পর্ব্ শুরু হয় উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য-সদস্যাদের সমবেত সংগীতের মধ্য দিয়ে।পর্যায়ক্রমে নৃত্য,গান,অভিনয় পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত বেতার শিল্পি এবং অত্র শিল্পকলা একাডেমীর শিল্পিবৃন্দ।

মহামারী করোনার এই ক্রান্তিলগ্নে এমন একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সত্যিই অনেকটা স্বস্থি ও বিনোদন উপহার দিয়েছে উপস্থিত সকলকেই।বিধাতার এই দুনিয়াতে সুখ-দুঃখ,,বিপদ-আপদ,সব কিছুই বিরাজমান।তারপরেও জীবন থেমে থাকে না।সব কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে আমাদের সকলের জীবন প্রবাহমান।উল্লেখ্য,সংগীত,নৃত্য,অভিনয় এর অপূর্ব্ সমাহারে এই কাপ্তাই উপজেলা পরিষদের মিলনায়তন সত্যিই এক অনন্য বিনোদন সন্ধ্যা,যা কিনা উপস্থিত সকলকেই মুগ্ধ করে।

পরিশেষে এমন সুরের র্মূছনায় কাটুক আগামী প্রতিটা দিন,প্রতিটা ক্ষণ এটাই সকলের কামনা।