

অনুষ্ঠানের ১ম পর্বে অথিতিদের ফুল দিয়ে বরণ করে নেন অত্র কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য-সদস্যাবৃন্দ
অনুষ্ঠানের ২য় পর্ব্ শুরু হয় উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য-সদস্যাদের সমবেত সংগীতের মধ্য দিয়ে।পর্যায়ক্রমে নৃত্য,গান,অভিনয় পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত বেতার শিল্পি এবং অত্র শিল্পকলা একাডেমীর শিল্পিবৃন্দ।
মহামারী করোনার এই ক্রান্তিলগ্নে এমন একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সত্যিই অনেকটা স্বস্থি ও বিনোদন উপহার দিয়েছে উপস্থিত সকলকেই।বিধাতার এই দুনিয়াতে সুখ-দুঃখ,,বিপদ-আপদ,সব কিছুই বিরাজমান।তারপরেও জীবন থেমে থাকে না।সব কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে আমাদের সকলের জীবন প্রবাহমান।উল্লেখ্য,সংগীত,নৃত্
পরিশেষে এমন সুরের র্মূছনায় কাটুক আগামী প্রতিটা দিন,প্রতিটা ক্ষণ এটাই সকলের কামনা।