গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও পুরুষ নিহতের ঘটনা ঘটেছে। এঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ এক ঘন্টা বন্ধ ছিল। রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। নিহত দুজনের বয়স আনুমানিক (৩৫)। রেলওয়ে পুলিশ যানায়, শনিবার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কালামপুর এলাকায় পৌছালে নারী ও পরুষ ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়। জানা গেছে, অজ্ঞতা ওই নারী ও পুরুষ দশটার দিকে ট্রেন রাস্তা দিয়ে হাটাহাটি করছিল এমন সময় ট্রেনের সাথে কাটা পড়ে দুই জনই ঘটনাস্থলে মারা যান। রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।