গাজীপুর প্রতিনিধি : হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সাথে কারাগারের ভেতরে এক নারীসহ তিনজন সাক্ষাতের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে । গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন । এর আগে একই ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, কারাগারের সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয় ।