গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া আরও জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারাকতৃপক্ষ । ১২ জনের মধ্যে জেল সুপার, জেলার, ডেপুটি জেলারসহ কারারক্ষীরাও রয়েছেন । শুক্রবার বিকেলে কারাকর্তৃপক্ষের একটি নির্ভর যোগ্যসুত্র এতথ্য নিশ্চিত করেছেন, আইজি প্রিজন ব্রিগ্রেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা ।
কাশিমপুর কারাগার সুত্রে জানা গেছে, কয়েদি আবু বকর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর উপজেরার আবাদ চন্ডীপুরের তেছের আলী গাইয়েনের ছেলে । সে সাতক্ষীরা শ্যামনগর থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক আপের পর থেকে আজ বেলা ১১ টা পর্যন্ত খোজাঁখুজি করে তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবৎজ্জীবন দেওয়া হয়।
কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবাদ চন্ডীপুরে। কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা জানান, কাশিমপুর অনেক বড় কারাগার । কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্নগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়।
এদিকে,জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান , কয়েদি আবু বকর নিখোঁজের বিষয়ে জেলার বাহারুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
