কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে শান্তিপুর ও প্রজারকান্দা এই দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ২জন নিহত ও ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় টেম্পু স্ট্যান্ডে লোক উঠানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুর্শেদ জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার স্থানীয় টেম্পু স্ট্যান্ডে লোক উঠানোকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ শনিবার সকালে দুই পক্ষের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের কাছে সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত সংঘর্ষে ২জন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান আরও জানান, এখন সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আর নিহত দুই জনের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Attachments area