কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমান (৬২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
সিদ্দিকুর চরনোয়াকান্দি গ্রামের বাসিন্দা ও জালালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনোয়াকান্দি গ্রামের দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর। পূর্ব শত্রুতার জের ধরে পথে ওৎ পেতে থাকা একই এলাকার আবুল কালাম পন্ডিত ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সিদ্দিকুরকে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন সিদ্দিকুরকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সিদ্দিকুরের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।