কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের করিমগঞ্জে সিএনজি চলতি অটোরিকশার সাথে তিন চাকার টমটমের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে।  বেপরোয়া গতির টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশায় থাকা মালেকা আক্তার (৪১) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল শনিবার (৫ আগষ্ট)  বিকেলে উপজেলার শিমুলতলা এলাকায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মালেকা আক্তার করিমগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু ফারুক আহমেদের স্ত্রী। তিনি নয়াপাড়া আ. সালাম মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মমিনুল ইসলাম জানান, মালেকা আক্তার সিএনজিচালিত অটোরিকশায় করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।