কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (২০) এবং মোঃ মুরসালিন আহমদ ওরফে সাঈদ (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম। আটককৃত মোঃ আনোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নয়া হালট পশ্চিম পাড়ার নূরুল ইসলামের ছেলে এবং মোঃ মুরসালিন আহমদ ওরফে সাঈদ একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
সোমবার (২ নভেম্বর) সকালে করিমগঞ্জ উপজেলায় চামড়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান( বিএন) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশেরাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সুনামগঞ্জ জেলার নয়া হালট পশ্চিমপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে ক্রয় বিক্রয় করে থাকে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশনাল টিম সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে চামড়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মুরসালিন আহমদ ওরফে সাঈদকে ৬ কেজি গাঁজা, নগদ ৪২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল সেট সহ হাতে নাতে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ দুজনেই সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা স্বীকার করেছে।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি  মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।