কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ঝোপ থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ( ৪ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে কুলিযারচরের ফরিদপুর পূর্বপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহতের পরনে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সাদা সেন্ডু গেঞ্জী ছিল। তার এক হাতে ৪টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে , মুখ এবং মাথা প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে।
ভৈরব ও কুলিয়ারচর জোনের এএসপি (সার্কেল) রেজোয়ান দিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারনা পূর্ব শত্রুতার জেড়ে পরিকল্পিত হত্যাকান্ড সংঘঠিত হয়ে থাকতে পারে।