কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  
কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মধ্য গোবরিয়া গ্রামের  গৃহবধূ জু‌মেলা হত্যা মামলার রা‌য়ে এক আসা‌মি‌কে মৃত্যুদন্ড সহ এক লাখ টাকা জ‌রিমানা, ২ জ‌নকে যাবজ্জীবন ও এক জন‌কে ১০ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত।
আজ বৃহস্প‌তিবার (২৭ আগস্ট) সকা‌লে ১০.৩০ ঘটিকার সময় কি‌শোরগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মুহাম্মদ আব্দুর র‌হিম আসা‌মি‌দের উপ‌স্থি‌তি‌তে এ রায় ঘোষনা ক‌রেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসা‌মি মো: আবু তা‌হের কু‌লিয়ারচর উপ‌জেলার মধ্য গোব‌রিয়া গ্রা‌মের হাজী ইনসাফ উ‌দ্দি‌নের ছে‌লে। যাবজ্জীবন সাজাপাপ্ত দুই আসা‌মি হ‌চ্ছে একই এলাকার সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান।১০ বছ‌রের সাজা পে‌য়ে‌ছেন আসা‌মি জিল্লুর রহমান। অ‌ভি‌যোগ প্রমা‌ণিত না হওয়ায় আসা‌মি ম‌জিবুর‌কে বেখোসল খালাস দি‌য়ে‌ছেন আদালত।
মামলার বিবর‌নে জানা গে‌ছে, জ‌মি সংক্রান্ত  বি‌রোধের জের ধ‌রে ২০০৮ সা‌লের ১৮ মার্চ গভীর রা‌তে আসা‌মিরা কু‌লিয়ারচর উপ‌জেলার মধ্য গোব‌রিয়া গ্রা‌মের মৃত আবু সাঈ‌দের স্ত্রী জুমেলা‌কে কুড়াল দি‌য়ে কু‌পি‌য়ে নৃশংসভা‌বে আহত  ক‌রে, আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নেয়ার পথে জুমেলা বেগম মারা যায়।
এ ঘটনার পর দিন নিহ‌তের স্বামীর বোন  পরশা আক্তার বাদী হ‌য়ে ১২ জন‌কে আসা‌মি ক‌রে কু‌লিয়ার থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।
সিআইডি পু‌লিশের তদন্ত কর্মকর্তা প‌রিদর্শক কাজী কামাল উদ্দিন, দীর্ঘ তদন্ত শে‌ষে ২০১১ সা‌লের ২১ মার্চ আদাল‌তে ৫ জ‌নের না‌মে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। ১২ বছর মামলাটি পরিচালিত হবার পর আজ এ রায় দেন আদালত।
মামলার বাদি পরশা আক্তার জানান, এ মামলার রায়ে তিনি সন্তুষ্ট। এদিকে আসামী পক্ষের আইনজীবীরা বলছেন, আইন মোতাবেক উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।