কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতিমূলক সভায় কুলিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কুলিয়ারচর থানা পুলিশ সদস্য, আনসার, সাংবাদিক, কুলিয়ারচর উপজেলা পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক-সহ ৩২টি পূজামণ্ডব কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর কুলিয়ারচরে প্রায় ৩২টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উৎযাপন করা হবে। এইসব পূজা মণ্ডপকে ঘিরে, নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার করা হবে।