
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উক্ত বিজ্ঞান মেলা-২০২০ ইং অনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছাঃ সামিনা সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আলো মামুন, একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন প্রমুখ।