কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে এবং পাশের দুটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ ও সালাহ উদ্দিন মার্কেট এর পাশে সোহাগ মিয়ার খাবার হোটেল ও সাইদুর রহমানের ক্রোকারিজ এর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে রাত ১০ টার দিকে কুলিয়ারচর ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে মালা মাল ও দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এবং পাশের দুটি দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে। আগুন নিভাতে গিয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সাইদুজ্জামান, যুবলীগ নেতা মোবারক হোসেন সহ কয়েক জন আহত হয়েছে বলে জানা যায়।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।