কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু সহ তিন শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে। নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামে এবং দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে পানিতে ডুবে এ তিন শিশু মারা যায়।
হাফসরদিয়া গ্রামে পুকুরে ডুবে যে দুই শিশুর মৃত্যু হয় তারা হলো, সায়ন (৫) ও মুনা আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। সায়ন গ্রামের জামান ভূইয়ার ছেলে আর মুনা আক্তার মিল্লাত ভূঁইয়ার মেয়ে। অন্যদিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে হাওরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম সুমাইয়া আক্তার ( ৫ )। তার বয়স পাঁচ বছর। সে কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে। তারা সবাই বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে পানিতে ডুবে মারা যায়। সায়ন ও মুনকে বেলা একটার দিকে  পানি থেকে উদ্ধার করা হয়। আর সুমাইয়াকে বিকেল তিনটার দিকে হাওরের পানি থেকে উদ্ধার করে এলাকাবাসী। তিনজনকেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।