কিশোরগঞ্জ প্রতিনিধিঃ   কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়  আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে তুমুল  সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে সময় দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে  একে-অপরের উপর ধাওয়া-পাল্টা ধাওয়া চালায়। এ সময় নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি ভারী শটগানও দেখা যায়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলা চত্ত্বরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায় । এসময় উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. হাবিবুর রহমান হাবিবসহ তিনজন আহত হন।
জানা যায়, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (বরখাস্ত) মো. রফিকুল ইসলাম রেনু হাইকোর্টের রায় মোতাবেক রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পাকুন্দিয়া উপজেলা চত্ত্বরে তার সমর্থকদের নিয়ে ভিতরে প্রবেশ করার সময় পাকুন্দিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা তাকে বাধা দিতে চাইলে এ সময় দু-পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ইট পাটকেল ও দেশীয় অস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় এক ঘন্টাব্যাপী দু-পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে, পাকুন্দিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।