কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জে জেলার পাকুন্দিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মোঃ রুহুল আমিন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
রোববার (৪ অক্টোবর) বেলা  ১২টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নিহত মোঃ রুহুল আমিন পাকুন্দিয়া পৌরসভার কুড়তলা গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামা গ্রামের আবু বক্করের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিল মোঃ রুহুল আমিন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ রুহুল আমিন।
অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মোঃ রুহুল আমিনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।