কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিমের অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ সজীব মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বাজিতপুর উপজেলার পাটুলী বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে সজীব মিয়াকে আটক করা হয়।আটক হওয়া মাদক ব্যবসায়ী সজীব মিয়া বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী বালুর মাঠ এলাকার মো. রেনু মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন, বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন আর ও জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তারা বাজিতপুর উপজেলার পাটুলী বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সজীব মিয়াকে তারা আটক করেছেন।
এ বিষয়ে সজীব মিয়ার বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে।