কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে, মুর্শিদ মিয়া (৩১) নামে এক মাদক ব্যাবসায়ী ও জিহাদ (৩৬) নামে এক ছিনতাইকারী আটক করেছে ভৈরব থানার পুলিশ।
আজ মঙ্গলবার ( ১০ নবেম্বর) সকালে মুর্শিদ মিয়া (৩১) নামে মাদক ব্যাবসায়ী ও জিহাদ (৩৬) নামে ছিনতাইকারী এই দুইজনকে আটক করা হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার দিক-নির্দেশনায় ভৈরব থানায় কর্মরত এসআই মোঃ মাসুদুর রহমান, ও এএসআই মোঃ আমজাদ হোসেন এর সম্মিলিত এক বিশেষ অভিযানে ডিউটি করাকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মুর্শিদ এবং ছিনতাইকারী জিহাদ কে গ্রেফতারী পরোয়ানা মূলে আজ সকালে ভৈরব থানাধীন কালিপুর এলাকা হইতে তাদেরকে গ্রেফতার করেন।