কিশোরগঞ্জ প্রতিনিধিঃ  কি‌শোরগ‌ঞ্জের মিঠামই‌নে হাও‌রের ঘুর‌তে এ‌সে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এক পর্যটক নিহত এবং ৪ জন আহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাসানপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টেছে। ‌নিহত মাহমুদুল হাসান চৌধুরী গাইবান্ধা জেলার পলাশবা‌ড়ি উপ‌জেলার না‌নিয়াপাড়া গ্রা‌মের হাজী আব্দুল মা‌লেক চৌধুরীর ছে‌লে।
তি‌নি প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের এটুআই প্রক‌ল্পে দিনাজপু‌রের ফুলপুর কার্যাল‌য়ে সহকা‌রি প্রোগ্রামার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।
আহত‌দের ম‌ধ্যে ঢাকার মীরপুর এলাকার তান‌ভির খা‌য়ের, ম‌তি‌ঝিল এলাকার শামসুল হক ও কু‌মিল্লার ফকরুল ইসলামনকে আশংকাজনক অবস্থায় কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আহত নৌকার মা‌ঝি ‌আবুল কালাম‌কে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
পু‌লিশ জানায়, ঢাকা থে‌কে ১৪/১৫ জন ফেসবুক বন্ধু একসা‌থে কি‌শোরগ‌ঞ্জের হাও‌রে পর্যটন এলাকায় ঘুর‌তে আসেন। ক‌রিমগঞ্জ উপ‌জেলার বা‌লি‌খোলা ঘাট থে‌কে এক‌টি ই‌ঞ্জিন চা‌লিত নৌকায় ক‌রে তারা ইটনা,‌ মিঠামইন ও অষ্টগ্রা‌মের ওলও‌য়েদার সড়‌কে ঘু‌রতে যান তারা। সেখান থে‌কে ফেরার প‌থে সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাসানপুর ব্রি‌জের কা‌ছে পা‌নির ওপর হে‌লে থাকা পল্লী বিদ্যু‌তের এক‌টি তা‌রের সংস্প‌র্শে পু‌রো নৌকা‌টি বিদ্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে। এ‌তে ৫ জন আহত হয়।
এ‌দের ম‌ধ্যে হাসপাতা‌লে আনার পর রাত সা‌ড়ে ১০টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় এক জ‌নের মৃত্যু হয়।