কিশোরগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলায়  বিনামূল্যে ক্যান্সার, গাইনী ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী মানবিক সহায়তায় এই চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিঠামইন উপজেলার গোপালপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান কার্যক্রমের উদ্বোধন করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  রাষ্ট্রপতির সহোদর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল হক নূরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফি সহ হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা – কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ‘সন্তানকে বুকের দুধ দিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন’ স্লোগানকে সামনে রেখে গোলাপী সড়ক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের দুই দিনে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী অনকোলজি বিভাগের পথিকৃৎ এবং দেশের শীর্ষ স্থানীয় নারী ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাবেরা খাতুন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনীকোলজি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সুফিয়া খাতুন প্রমুখ চিকিৎসা সেবা প্রদান করেন।