কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপিত
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএল (বার)। পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় সড়ক থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক দুর্নিতি বিরোধী মানববন্ধনে অংশ নেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের আয়োজনে, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা সিভিল সার্জন মোঃ মজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আফজাল, কিশোরগঞ্জ জেলা দূর্নিতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বেগম খালেদা ইসলাম সহ টিআইবির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।